Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ব্রি পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, কৃষি জমি অকৃষি কাজে ব্যবহার কমাতে হবে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তর পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্রির মহাপরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আমাদের এগ্রোডাইভারসিটি রক্ষা করতে হবে। এগ্রোডাইভারসিটির ক্ষতি করে এগোতে পারবো না। কৃষি জমি অকৃষি কাজে ব্যবহার কমাতে হবে।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানমসহ বিভাগীয় প্রধানগণ এবং বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।

এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সফরসঙ্গী নয়া কৃষি আন্দোলনের জাহাঙ্গীর আলম জনি এবং উভিনিগের কনসালটেন্ট ডক্টর আব্দুস সোবহানসহ প্রায় ১৫ জন প্রতিনিধি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রি জিন ব্যাংক, ফার্ম মেশিনারি শেড এবং ব্রি রাইস মিউজিয়াম পরিদর্শন করেন। তিনি ব্রির কার্যক্রম, সাফল্য ও অর্জন সম্পর্কে অবগত হন এবং ভ‚য়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, আমাদের দেশীয় ধানের জাতগুলো আমাদেরই রক্ষা করতে হবে। আমরা জেনেছি, আমাদের দেশি জাতগুলো বাইরে চলে যাচ্ছে। দেশীয় জাত বিদেশে সংরক্ষণের চেয়ে আমাদের নিজেদের সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে হবে। তিনি বলেন, কীটনাশকের ব্যবহার কমাতে হবে। মাছের উৎপাদন বাড়াতে কীটনাশকের ব্যবহার কমানোর বিকল্প নেই। ধানে কিছু কিছু কীটনাশক ব্যবহার করা হয় যা বেশি মাত্রায় টক্সিক। এগুলো শনাক্ত করে বাদ দেয়ার ব্যবস্থা করতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে অনেক অনিয়ন্ত্রিত হাইব্রিড ধানের জাত রয়েছে, এগুলো নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করতে হবে। ক্লাইমেট চেঞ্জ এর সাথে খাপ খাওয়াতে পারে এমন দেশি জাতের ধান শনাক্ত করতে হবে এবং এগুলোর উৎপাদন বাড়াতে হবে।

বোরো ধান চাষে ইরিগেশনের জন্য বরেন্দ্র এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে কৃষি মন্ত্রণালয় অত্যন্ত সম্পর্কিত। এই সম্পর্ক আরও জোরদার করতে হবে। এসময় তিনি ছোট ছোট এনজিও এর সাথে ব্রির সুসম্পর্ক তৈরি করার উপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।