Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

১০ দলীয় জোটের সিদ্ধান্তে মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থী প্রত্যাহার

রাজু দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাজু দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার পর তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মাসুক মিয়া।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও যোগ্য একজন প্রার্থী। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার এমন কোনো গ্রাম নেই, যেখানে তিনি প্রচারণা চালাননি। ভোটের মাঠে তাঁর পক্ষে ব্যাপক সাড়া থাকলেও ১০ দলীয় জোটের ঐক্য বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দলের বৃহত্তর স্বার্থে তিনি নিজেকে কোরবানি দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে এ সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে।

উল্লেখ্য, এ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীরা ছিলেন—

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব (বর্তমানে প্রত্যাহারকৃত), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত অ্যাডভোকেট আবুল হাসান এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব জোটের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় মৌলভীবাজার-৪ আসনে ভোটের মাঠে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন বাকি ছয়জন প্রার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।