মেহেরপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মেহেরপুর-১ আসনে ৪ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনকে ধানের শীষ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খানকে দাঁড়িপাল্লা,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদকে লাঙ্গল,এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমানকে কাস্তে প্রতীক দেওয়া হয়।
অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে ৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে ধানের শীষ,জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল হুদাকে দাঁড়িপাল্লা এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল বাকীকে লাঙ্গল প্রতীক দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুনে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, জেলা নির্বাচন অফিসার এনামুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, নেতা-কর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে মেহেরপুরে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

