আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
আশা এনজিও, আশাশুনি শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কাঁকড়া চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল চাষীদের কাঁকড়া চাষে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি শেখানো এবং তাদের জীবন মান উন্নয়নে সহায়তা করা।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আশা সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম (রানা), কালিগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, এবং সাতক্ষীরা এল্লারচর চিংড়ী চাষ প্রদর্শনী খামারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাঃ শফিকুল ইসলাম। এছাড়া আশা কুষ্টিয়া বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি) মোঃ আব্দুল খালেক ও সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশাশুনি মোঃ ফারুকুল ইসলামও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশা এনজিও কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ না থেকে মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন সেবামূলক কাজেও নিয়োজিত রয়েছে।

