Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে জিসিএফবি’র উদ্যোগে ২০০ হাফেজকে পবিত্র কোরআন উপহার

ফেনী প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর জেরকাছাড় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ (জিসিএফবি)।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সকালে এক উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ (জিসিএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসিএফবি কুমিল্লা জেলার আহ্বায়ক এবং কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আরিফ মুর্শেদ খান।

​অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেরকাছাড় হাফেজিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা নাসির উদ্দিন, ল্যাবসিটির ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন,ব্লাড ডোনেটিং ক্লাবের সভাপতি আফতাবুল ইসলাম প্রমুখ।

কোরআন শরীফ বিতরণ শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার এতিম ও কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবারে অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে জিসিএফবি এর সভাপতি কাজী ইস্রাফিল জানান,কোরআনের পাখিদের সঙ্গে সময় কাটাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ইসলামের আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

​অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকে জিসিএফবি-এর এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।