শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি
শনিবারঃ ফরিদপুরের মধুখালীতে মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার আশাপুর এলাকার আদম বিশ্বাসের মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন্দ্রটি জামালপুর থেকে মধুখালীর উদ্দেশ্যে যাচ্ছি ।
মধুখালী –বালিয়াকান্দী আঞ্চলিক সড়কের আদম বিশ্বাসের মোড় এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান।
সে ফরিদপুরের বোয়ালমারী পৌরসাভার ছলনা গ্রামের মৃত কুদ্দুস মোল্যার ছেলের কোকন মোল্যা(৪৫)। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত ব্যক্তি স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মোঃ কবির সরদার জানান গরুতর আহত ৩ জনকে জরুরী বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরিক্ষা করে একজনকে মৃত ঘোষনা করা হয়।
অপর দুজনকে চিকিৱসা দেোয়া হয়েছে।একজনে অবস্থা আশংকাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

