সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে শনিবার (২৪ জানুয়ারি) অভিভাবক সমাবেশ, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোছাঃ নাজনীন রব্বানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো: আজিজুর রহমান টুটুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহঃ ফসিহ্ যুর রহমান, মহম্মদপুর বার্তার সম্পাদক মো: সালাউদ্দিন আহ্মেদ মিল্টন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মফিজুর রহমান, শিক্ষক মো: নজরুল ইসলাম, শিক্ষক মো: মুকুল আলী বিশ্বাস এবং নারী উদ্যোক্তা শারমিন আক্তার রুপালী। অনুষ্ঠানটি বিভিন্ন পর্বে সম্পন্ন হলেও অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মো: শফিকুজ্জামান সবুজ।
উল্লেখযোগ্য, এ বছর মহম্মদপুর উপজেলায় সর্বোচ্চ ফলাফল করেছে আছিয়া প্রি-ক্যাডেট স্কুল। মোট ৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ১৬ জন, ট্যালেন্ট পুল বি গ্রেডে ৬ জন এবং সাধারণ গ্রেডে ২২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে চমক সৃষ্টি করেছেন।

