Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ, নবীন বরণ ও মেধাবৃত্তি সম্মাননা প্রদান

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে শনিবার (২৪ জানুয়ারি) অভিভাবক সমাবেশ, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোছাঃ নাজনীন রব্বানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো: আজিজুর রহমান টুটুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহঃ ফসিহ্ যুর রহমান, মহম্মদপুর বার্তার সম্পাদক মো: সালাউদ্দিন আহ্মেদ মিল্টন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মফিজুর রহমান, শিক্ষক মো: নজরুল ইসলাম, শিক্ষক মো: মুকুল আলী বিশ্বাস এবং নারী উদ্যোক্তা শারমিন আক্তার রুপালী। অনুষ্ঠানটি বিভিন্ন পর্বে সম্পন্ন হলেও অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মো: শফিকুজ্জামান সবুজ।

উল্লেখযোগ্য, এ বছর মহম্মদপুর উপজেলায় সর্বোচ্চ ফলাফল করেছে আছিয়া প্রি-ক্যাডেট স্কুল। মোট ৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ১৬ জন, ট্যালেন্ট পুল বি গ্রেডে ৬ জন এবং সাধারণ গ্রেডে ২২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে চমক সৃষ্টি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।