মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা কালে হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক দুই পুলিশ সদস্য ও একজন সাবেক সেনা সদস্য রয়েছে ।
শুক্রবার মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ডিবি পুলিশের পোশাক পরে তল্লাশির নামে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
এসময় ডাকাতদলের সদস্যদের তল্লাশি চালিযে একটি মাইক্রোকবাস,একটি খেলনা পিস্তল, একটি স্টিলের হ্যান্ডকাপ, ডিবির কোটি,ওয়ারলেস সেইট সহ ডাকাতি কালে ব্যবহৃত বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করে।
জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াগ রাসেল বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির পরিকল্পনা করছিল। তারা পুলিশের পোশাক ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল। অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে আটক করেছি।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, দেশীয় অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
আবু সাঈদ দেওয়ান সৌরভ

