যশোর প্রতিনিধি
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরজু। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ। তাঁর মৃত্যুতে ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে।
আজাদুল কবির আরজু ১৯৫৩ সালের ২৮ আগস্ট যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব-কৈশোরে তিনি যশোর শহরে বড় হয়েছেন এবং সাহিত্য, আবৃত্তি, অভিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তিনি অংশ নেন এবং পাকবাহিনীর হাতে বন্দি হন।
১৯৭৫ সালে আরজু ও তার কিছু সমমনা বন্ধু যশোরে প্রতিষ্ঠা করেন জাগরণী চক্র, যেখানে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি সম্প্রতি ৭ জানুয়ারি জাগরণের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেছে।
জাগরণী চক্র ফাউন্ডেশনের সহকর্মী ও স্থানীয়রা আজাদুল কবির আরজুর মানবিক অবদান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

