আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণা উপলক্ষে শনিবার বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে উপস্তিত হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিশাল একটা মিছিল শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি অংগ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী মিছিল সহকারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাবেত হয়। এসময় “১২তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন” “মনিরুজ্জামান ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক” “শ্যামনগর উপজেলাবাসী বেধেছে জোট তারা দেবে ধানের শীষে ভোট” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় গোটা শ্যামনগর সদর এলাকা।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামান। এ সময়র উপস্হিত ছিলেন ,জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, আশেক এলাহি মুন্না, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, জেলা যুবদলের সাবেক স্বমন্বয়ক নাসিম ফারুক খান মিঠু, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাসুদুল আলম, উপজেলা বিএনপির অন্যতম নেতা জহরুল হক আপ্পু, পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, পুজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দেবব্রত ব্যানার্জি সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় ড. মোঃ মনিরুজ্জামান বলেন, ভোটাধিকার বঞ্চিত জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। আমরা বিজয়ী হতে পারলে ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। শিক্ষিতরা চাকরী আর শিক্ষিত বেকারদের ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব।

