নরসিংদী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
জেলা প্রশাসক প্রশিক্ষণ কর্মশালায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব এবং আইনানুগ দায়িত্ব পালনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত আইন-কানুন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
এ সময় নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আব্দুলাহ আল ফারুক, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালার পর জেলা প্রশাসক মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে আয়োজিত গণশুনানিতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রস্তাব মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

