Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যৌথবাহিনীর অভিযানে তাড়াইলে দেশীয় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

তারাইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

তারাইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে দেশীয় অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে করিমগঞ্জ সেনা ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

জানা যায়,শনিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে করিমগঞ্জ সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় ফারুক (২৬) নামের এক যুবককে আটক করা হয়।

আটক ফারুক শেরুয়াকান্দা গ্রামের রাশিদ এর ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ২ রাউন্ড গুলি,স্থানীয়ভাবে তৈরি ২টি পাইপগান,২টি রামদা,
১২টি ছুরি,৩টি চাপাতি,১টি হকিস্টিক ও ১টি বল্লম উদ্ধার করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে করিমগঞ্জ সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ঘটনাস্থল তাড়াইল থানার আওতাধীন হওয়ায় শনিবার সকাল ১০টার দিকে ধৃত ফারুক’কে তাড়াইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের মতে, এই অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।