মৌলভীবাজার জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) তাঁর বাসভবনে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা এবং তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানো ও মাঠপর্যায়ের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
হাজী মুজিব উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে আমি সর্বদা নিবেদিত। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের জয় সুনিশ্চিত।”
মতবিনিময় সভার পর হাজী মুজিব শমসেরনগর ইউনিয়ন এবং পতনউষার ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।

