Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উঠান বৈঠক অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর)
জানুয়ারি ২৪, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুর–১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবুল বাসার খাঁনের অংশগ্রহণে আলফাডাঙ্গায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর–১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবুল বাসার খাঁন (ফুটবল মার্কা)। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান সমাজব্যবস্থায় দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য দূর করতে হলে কুরআন-সুন্নাহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। এ লক্ষ্য অর্জনে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম (জুয়েল)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে যাচ্ছে। তিনি আরও বলেন, মোঃ আবুল বাসার খাঁনের নেতৃত্বে ফরিদপুর–১ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক হাদী জসিম উদ্দীন। তিনি বলেন, মোঃ আবুল বাসার খাঁনের মাধ্যমে ইসলামী আন্দোলনের আদর্শ জনগণের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছাবে। ইসলামী আন্দোলনের লক্ষ্য একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে শোষণ, দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটিয়ে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলফাডাঙ্গা উপজেলা শাখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।