Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি নিয়ন্ত্রণে চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় মেডিকেল গ্র্যাজুয়েট চিকিৎসকদের অংশগ্রহণে ‘বেসিক যক্ষ্মা (TB), ম্যালেরিয়া ও এইচআইভি (HIV)’ বিষয়ক এক নেটওয়ার্কিং মিটিং ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূল এবং এইচআইভি প্রতিরোধে গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা এবং রোগীদের নিয়মিত ফলোআপের মাধ্যমে এসব মরণব্যাধি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ রোগ নিয়ন্ত্রণে আরও গতি আনবে।

ওরিয়েন্টেশন সভায় চিকিৎসকদের যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগ শনাক্তকরণ কৌশল, মাঠ পর্যায়ে সেবা প্রদান এবং রেফারেল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ব্র্যাকের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নরসিংদী জেলাকে এসব সংক্রামক রোগ থেকে মুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।