Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হান্নান মাসুদ সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন, অভিযোগ বিএনপির

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন বলে হান্নান মাসুদ যে সংবাদ সম্মেলন করেছেন- তা সম্পূর্ণ মিথ্যাচার বলে অভিযোগ করেন হাতিয়া উপজেলা বিএনপি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিয়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আবদুল হান্নান মাসুদ গতকাল ২৪ জানুয়ারী সংবাদ সম্মেলন করে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী  এনসিপিতে যোগদান করেছে বলে ঘোষণা দেন। কিন্তু তার নিজ দলীয় শতাধিক নেতাকর্মীও বাস্তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। ভিডিও ফুটেজ-ই তা প্রমান করে। তিনি যাদেরকে বিএনপির লোক বলে এনসিপিতে যোগদান করিয়েছেন- তারা প্রকৃত বিএনপির কোন সদস্য নয়। এটা কেবলি হান্নান মাসুদের একটা মিথ্যাচার।

তিনি অভিযোগ করে বলেন, ৯০ পারসেন্ট ভোট এনসিপি পাবে- তাহলে কি তিনি শেখ হাসিনা স্টাইলে ভোট করবেন? তার নব্বই ভাগ ভোটের কথা প্রমাণ করে তিনি সন্ত্রাসীদের সহযোগিতায় কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। এমন দুঃসাহস হাতিয়া সাধারণ জনগণ সেটা প্রতিহত করবে। মিথ্যাচার আর গুজবের বিরুদ্ধে বিএনপি অবস্থান নেবে সবসময়।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বলেন, গত সরকার পতনপর আগ পর্যন্ত হাতিয়াতে ওলামা দল এবং মৎস্যজীবি দলের কোনো কমিটি ছিল না। সুতরাং এসব দলের পরিচয় ব্যবহার করে এনসিপিতে যোগদান- সম্পূর্ণ মিত্যাচার।

এ সময় উপজেলা যুবদলের আহবায়ক-ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক- নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব- সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক- রিয়াজ মাহমুদ, সদস্য সচিব- আবদুল হালিম, উপজেলা কৃষকদলের আহবায়ক- আবদুর রব, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক- মাকছুদুর রহমান, পৌরসভা ছাত্রদলের আহবায়ক- শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব- মো. ফরহাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।