নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাড়িগাঁও সিএন্ডবি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে তদারকি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে মুদি, মিষ্টি ও ওষুধের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুইজন মিষ্টি ব্যবসায়ী ও একজন ওষুধ বিক্রেতার কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে) মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ দল।
এ বিষয়ে কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে বাজারে ন্যায্য মূল্য, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

