খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরোসিন ব্যবহার করে আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বসতঘরের টিনের বেড়া পুড়ে প্রায় পাঁচ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী শেখ গোলাম রসুল (৫৯) তেরখাদা থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি উপজেলার পশ্চিম পাড়ায় নিজ টিনশেড বসতঘরে পরিবার নিয়ে বসবাস করেন। রাতের খাবার শেষে আনুমানিক রাত ১০টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শব্দে ঘুম ভেঙে গেলে ঘরের উত্তর-পশ্চিম কোণায় আগুন দেখতে পান।
তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে দুটি পোড়া কেরোসিন তেলের বোতল পড়ে থাকতে দেখা যায়।
ঘটনায় প্রাণহানি না ঘটলেও পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জানান ভুক্তভোগী। তার অভিযোগ, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগ করেছে।
পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা শেষে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: শহীদুল্লাহের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি জানিয়েছে, বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

