Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কৃষি জমি দখল ও ঘের নির্মাণের অভিযোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ২৬, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া পৌরসভার মোচড়া বিলের তিন ফসলি কৃষি জমি দখল করে বাঁধ ও মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে মোচড়া গ্রামের রফিক শেখের বিরুদ্ধে। এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোচড়া বিলে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুর রহমান শেখের ছেলে রফিক শেখ রিসোর্ট ও মাছের ঘের নির্মাণের অজুহাতে মোচড়া বিলের তিন ফসলি জমি অবৈধভাবে দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও মাছের ঘের খনন করছেন। এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, বিস্তীর্ণ ফসলি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে এবং অনেকে বাধ্য হয়ে জমি বিক্রি বা লিজ দিতে বাধ্য হচ্ছেন। এতে এলাকার কৃষি উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চরম প্রভাব পড়েছে।

মানববন্ধনে উপস্থিত ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, “রফিক শেখ কিছু জমি ক্রয় ও লিজ নিয়েছেন, তবে তার ঘেরের কারণে আমাদের জমিতে যাতায়াত ও চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। ফসল উৎপাদন করতে না পারায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়া পথ বানানোর জন্য তিনি অনেকের বাড়ীর জমি জোর করে কিনে স্থানান্তর করেছেন। প্রতিবাদ করলে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।”

অভিযুক্ত রফিক শেখ বলেন, “আমি জমি ক্রয় ও লিজ নিয়ে মাছের ঘের করেছি। জোর করে কোন জমি দখল করা হয়নি। অভিযোগ থাকলে প্রশাসনের মাধ্যমে যথাযথ জবাব দিব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।