Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-৭

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর ৩জন দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স্রে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর গার্লস কলেজ মোড়ের মাস্টারপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর থানা বাজার সংলগ্ন গার্লস কলেজ মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা একসাথে ভোটের লিফলেট বিতরণ করছিলেন।

এ সময় অসাবধানতাবশত তাদের মধ্যে একজন ‘জয় বাংলা’ স্লোগান দিলে তা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে একে অপরের হামলা পাল্টা হামলা চালায় এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে দুইপক্ষের অন্তত ৭জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন শীতলাইপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রাজন, তোফাজ্জেল হোসেনের ছেলে মাসুম পারভেজ রতন, মাদার আলীর ছেলে রাজিব, আনারুল ইসলামের ছেলে মিঠুন এবং অপর পক্ষের দৌলতপুর গার্লস কলেজ মোড় এলাকার আলাউদ্দিন আলীর দুই ছেলে ইমন ও আশিক এবং আরশেদ আলীর ছেলে মিন্টু। আহতরা বিএনপির কর্মী ও সমর্থক বলে জানা গেছে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টি সরকার বলেন, ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে এমন ন্যাক্কারজনক ঘটনা দৌলতপুর উপজেলা বিএনপি কোনোভাবেই সমর্থন করে না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি হলে তা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।