Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক

ক্যাম্পাস প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়
জানুয়ারি ২৭, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যাম্পাস প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর প্রধান ফটকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে এসে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপরতা শুরু করে। প্রধান ফটকে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন,“নির্বাচনকে প্রভাবিত করতে এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হয়েছে।”

তিনি শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।