Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নিপাহ ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে নিপাহ ভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ জানুয়ারি)মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মোমিনুর রহমান, সিনিয়র শিক্ষক কার্তিক চন্দ্র হালদার, প্রণয় কুমার বিশ্বাস, মো. আক্তারুজ্জামান, মাসুদ ইকবাল, মো. ওয়াহিদুজ্জামান, মো. ইয়াছিন আলী, শাহরিয়ার রহমান, নাজমা খাতুন, ফাতিমা খাতুন, মিলন মন্ডল, মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

এছাড়াও বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের সদস্য চিকিৎসক ডা. হাবিবুর রহমান, প্রবীর সরকার, মাসুদ রানা, শিক্ষার্থী স্বপ্নীল মল্লিক রিজু, এস এম আনাছসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, নিপাহ ভাইরাস বর্তমানে বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ৩৪৭ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ২৪৯ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ভাইরাসে মৃত্যুহার উদ্বেগজনকভাবে বেড়েছে এবং আক্রান্তদের কেউই সুস্থ হয়ে ফিরে আসেননি।

তারা আরও জানান, নিপাহ ভাইরাস এখন আর শুধু শীতকাল বা নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ নেই। খেজুরের কাঁচা রস ছাড়াও বাদুড়ের আংশিক খাওয়া ফলের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এমনকি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে মানুষে মানুষে সংক্রমণের ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

বক্তারা বলেন, নিপাহ ভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই হতে পারে একমাত্র কার্যকর উপায়। খেজুরের কাঁচা রস পরিহার, অর্ধখাওয়া ফল না খাওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমান বলেন, “নিপাহ ভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত সতর্কতা ও সম্মিলিত উদ্যোগই পারে এই নীরব ঘাতক থেকে সমাজকে রক্ষা করতে।”

আলোচনা সভা থেকে খেজুরের কাঁচা রসের অনলাইন বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তৃণমূল থেকে নগর পর্যন্ত ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।