আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর–১ আসন (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) থেকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে আলফাডাঙ্গা পৌর যুবদল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত আলফাডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মিজানুর রহমান বলেন, “দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফরিদপুর–১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে এখনই সময় ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।”
এ সময় পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা গণসংযোগ কর্মসূচিকে সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

