সুজন মজুমদার রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপাল-মোংলার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে।
সকল মানুষের জন্য সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকল মানুষ রাষ্ট্রের সকল অধিকার নির্ভীঘ্নে ভোগ করবেন। নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান কাজ করছে বিএনপি।
তিনি আরো বলেন, আমরা আপনাদের পাশে আছি। গত ২০ বছর ধরে আপনাদের সেবা করার চেষ্টা করছি। আগামীতেও আপনাদের সেবা করবো ইনশাল্লাহ।
আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে থেকেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা হলে আমরা মোংলা বন্দরকে আধুনিকায়ন, ইপিজেডে হাজারো বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে।
আমি আপনাদের ঘরের মানুষ, এই বাইনতলা আলীপুরে আমার শৈশব, লেখাপড়া, আমার বেড়ে ওঠা। আজকের সামাবেশ প্রমাণ করে আপনার আমাকে মন থেকেই ভালোবাসেন। আপানারা আমাকে সমর্থন দিবেন সেই প্রত্যাশা করছি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে পাশে থাকবেন, এজন্য সবার সহযোগীতা কামনা করছি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার আলীপুর মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ ফরিদুল ইসলাম।
বাইনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়ালেন সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, বাইনতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান আলী আজম, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
সভায় বাইনতলা ইউনিয়নের সকল ওয়ার্ডের হাজার হাজার নারীপুরুষ ও নেতাকর্মী স্লোগান দিয়ে মাঠে উপস্থিত ছিলেন।
প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে আরো বলেন, বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। দীর্ঘ ২৬ বছর পরে এখানে বিএনপি ভোট করার সুযোগ পাচ্ছে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

