Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাংলিয়া ছড়া ও উদনা ছড়ার বিভিন্ন স্থানে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈকত রায়হান এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর প্রসিকিউশন টিম ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় অবৈধভাবে উত্তোলিত ও মজুত করা ৩,৪২০ (তিন হাজার চারশত বিশ) ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত সিলিকা বালু সংশ্লিষ্ট এলাকার স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত সিলিকা বালু প্রচলিত বিধি-বিধান অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

এ বিষয়ে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো জানায়, প্রাকৃতিক পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সিলিকা বালুর অবৈধ উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।