Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় অস্বাস্থ্যকর খাদ্য ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এ জরিমানা আরোপ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক ওয়াহিদ হাবিব সুমন। অভিযানে তেরখাদা উপজেলা ভারপ্রাপ্ত স্যানিটারি কর্মকর্তা জুয়েল রানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন তেরখাদা থানার এসআই/এফএসআই। এছাড়া কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরাও অভিযানে অংশ নেন।

অভিযানকালে শেখপুরা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা, কসমেটিকস ও ওষুধ বিক্রির ক্ষেত্রে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে মিলন রেস্টুরেন্ট অ্যান্ড মিষ্টি ঘরকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যাশা কসমেটিকসকে বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

রুনা ফার্মেসিকে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টি ঘরকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং খাবারে ক্ষতিকর হাইড্রোজ ও রং মেশানোর দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।