নোয়াখালী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ সংসদীয় আসনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে একাট্টা হয়েছেন নারী ভোটাররা। শহর ও গ্রামের হাজার হাজার নারী ভোটার ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া মেজর মান্নান দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে এবং সুবর্ণচর উপজেলার তাহের বাজার এলাকায় পৃথক উঠান বৈঠকে সহস্রাধিক নারী অংশ নেন।
জেলা যুবদল নেতা রাশেদ রেজা সেলিম ও প্রবাসী সাইফুল ইসলাম সাইমের আয়োজনে অনুষ্ঠিত এসব উঠান বৈঠকে নারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর নবী বাবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী মো. শাহজাহানের পুত্রবধূ নিলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার কন্যা ডা. ফাহমিদা পদ্ম মৌসুমী।
বক্তারা বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। নারী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং নারীদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
উঠান বৈঠক শেষে উপস্থিত নারীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিএনপি প্রার্থী মো. শাহজাহানের বিজয় কামনা করেন।

