ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু করার লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ উপলক্ষ্যে নির্বাচনী ব্রিফ করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
বুধবার(২৮ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে এ ব্রিফ করেন রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার এ.টি.এম. মোশাররফ হোসেন ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।
নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক, নির্বাচনকালীন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলে একটা শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।
এসময় হাতিয়া উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, ভোট কেন্দ্র শতভাগ সিসি ক্যামেরার আওতায় থাকবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

