Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে দুই ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে বহিস্কার হওয়া দুই ছাত্রনেতার আবেদন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, দুই নেতা দলীয় সিদ্ধান্ত, নিয়ম-নীতি ও শৃঙ্খলা মেনে আগামীতে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করবেন এবং দল ও দলীয় প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।

পদ ফিরে পাওয়ার পর মাকসিদুল আলম রোহান বলেন, “মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদল ও যশোর জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।