একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন অঙ্গীকার করেছেন, নির্বাচিত হলে তিনি কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবেন না।
বুধবার বিকেলে শহরের হাছননগর ইসলামিক সেন্টারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি স্পষ্ট জানান,”নিজে দুর্নীতি করব না এবং অন্যকেও করতে দেব না।” বিগত সময়ে হাওরের বালু মহাল, সীমান্ত বাণিজ্য বা চাঁদাবাজিতে তার দল জড়িত ছিল না বলেও দাবি করেন তিনি।
উন্নয়নের প্রতিশ্রুতি: সুনামগঞ্জ-১ আসনের পর্যটন, মৎস্য ও খনিজ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে হাওর অঞ্চলে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।
পূর্ববর্তী সংসদ সদস্যদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, এ অঞ্চল থেকে বিশাল রাজস্ব আদায় হলেও শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় অবহেলার কারণে এলাকাটি এখনো পিছিয়ে আছে।
ভোটের মাঠে নারী-পুরুষ ও প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

