Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের বিকল্প নেই- অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
জানুয়ারি ২৮, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)

দেশে সুশাসন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাগেরহাট–১ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

বুধবার (২৮ ডিসেম্বর)বিকেল ৫টায় চিতলমারী উপজেলার বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ যদি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেয়, তাহলে এ এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার আহ্বান জানান।

বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক শেখের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জাহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী মনিরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ চিতলমারী উপজেলা সভাপতি মাওলানা জিয়াদ বিন সিরাজ, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মিরাজুল ইসলাম, চিতলমারী উপজেলা সাবেক ছাত্রশিবির সভাপতি শেখ কামরুল ইসলাম, জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য এফ এম শরাফাতুল ইসলাম সোহেল, উপজেলা এনসিপির সমন্বয়ক জুয়েল ফকির, চিতলমারী উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী এবং সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম লেন্টু খান।

জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।