আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে আশাশুনি উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার আনুলিয়া ও খাজরায় এই কর্মসূচি পালন করা হয়।
আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং খাজরা বাজারে পৃথক পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সহ-সেক্রেটারি প্রফেসর শাহজাহান আলী, আনুলিয়া ইউনিয়ন আমীর মাওঃ হারুন অর-রশীদ, খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য এএইস এম রিফাত, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।
প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার তার বক্তব্যে বলেন, “আপনারা আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য জাতীয় দলের শাসন দেখেছেন। জামায়াতের শাসন দেখেননি। ২০০২ থেকে ২০০৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের মন্ত্রী ও এমপি কাজ করেছেন, এবং এক টাকারও দুর্নীতি পাওয়া যায়নি। জামায়াত নেতৃত্বে সরকার গঠন হলে বাংলাদেশ একটি উন্নত ও দুর্নীতিমুক্ত দেশ হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকবে, চাঁদাবাজি, ঘেরদখল ও বাড়ি দখল বন্ধ হবে। অন্য দলের নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে হয়, যা সরকারের উন্নয়নমূলক কাজে ব্যয় হতো। জামায়াত ক্ষমতায় এলে এই দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে। কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। স্থানীয় সমস্যা সমাধানের জন্য খাজরা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে ডিসির সঙ্গে কথা বলে এনজিওর মাধ্যমে কালকী স্লুইস গেট খননের ব্যবস্থা করেছি। এছাড়া প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে বাঁধ ভাঙলে জনগণের পাশে থেকে সাহায্য করেছি। আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।

