Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ নারী-পুরুষ আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আর্মির নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে তানিয়া আক্তার (৩৭) ও মহিবুল্লাহ (৩০) নামে এক নারী ও এক পুরুষকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

বুধবার(২৮ জানুয়ারি)রাত ১০টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। আটক তানিয়া আক্তার উদয়পুর গ্রামের কবির মোল্লার স্ত্রী এবং মহিবুল্লাহ একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে।

আর্মি সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮টি ছুরি, ২টি রামদা, ১টি চাপাতি, ৫টি অন্যান্য ছোট দেশীয় অস্ত্র এবং নগদ ৮,৫৮০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক ব্যবসা ও অস্ত্র রাখার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ও অস্ত্রের তৎপরতা নিয়ে অসন্তোষ ছিল। আর্মির নেতৃত্বাধীন অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আটক দুইজনকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।