Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “গোয়ালন্দ ফুটবল একাডেমী” পরিদর্শন করেছেন সদ্য সম্পন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-বিপিএল এর চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ তাকে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকাল আবুল বাশার বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খেলাধুলার মাধ্যমেও সুন্দর ভবিষ্যত গড়া সম্ভব। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সতেজ থাকে।

তিনি আরও বলেন, আমি আশাকরি গোয়ালন্দ ফুটবল একাডেমী থেকে একদিন কোন ফুটবলার জাতীয় দলের হয়ে খেলবে। সবশেষে তিনি খেলোয়াড়দের নিয়মিত মাঠে আসার পরামর্শ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও কোচ মোঃ আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও কোচ আরিফ হোসেন নারুসহ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।