আমিনুল ইসলাম দুর্গাপুর( রাজশাহী ) প্রতিনিধি
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে গণসংযোগ করেন। এ সময় পানানগর ডাঙ্গিরপাড়া, কিসমত তেকাটিয়া, তেবিলা বাজার, ধরমপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে একটিবার নির্বাচিত করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চান।
গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, বৈষম্য, অনিয়ম মুক্ত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
গণসংযোগকালে মাওলানা মনজুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন, ওলামা বিভাগের সেক্রেটারি ড. সেলিম রেজা খাঁন, জামায়াত নেতা অধ্যাপক খায়রুল বারী তুহিন, প্রভাষক আদিলুর রহমান, সাবেক ছাত্রনেতা লোকমান আলী ও মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও চাঙ্গা মনোভাব প্রমাণ করে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে জনমত ক্রমেই জোরালো হচ্ছে। তাঁরা সবাইকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

