মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি )সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মনিরামপুর উপজেলা সভাপতি হামিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ মনু, উপজেলা জমিয়াতুল মুদার্রেসিনের সভাপতি অধ্যক্ষ মহসিন আলী এবং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস লিডার নিহার রঞ্জন রায় “শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক” হিসেবে নির্বাচিত হন এবং তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

