Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় গেলে ঝুঁকি আরও বাড়বে : ডা. শফিকুর রহমান

নোয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

ক্ষমতায় যাওয়ার আগে যারা ধৈর্য ধরতে পারেননি এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়—আর ক্ষমতায় গেলে জনগণের জন্য ঝুঁকি আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর মাইজদী শহরের জেলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর তাদের হাতে জনগণ আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।” তিনি বলেন, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসার প্রমাণ দিয়েছে, তাদের হাতেই একটি মানবিক ও ভালোবাসার বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন বুঝতে পেরেছে ন্যায় ও ইনসাফের পক্ষে কারা আছে। সে কারণেই সারা বাংলায় বাধভাঙা জোয়ার শুরু হয়েছে। শুধু নোয়াখালী নয়, আমি যেখানে যাচ্ছি সেখানেই মানুষের ভালোবাসা ও সমর্থন পাচ্ছি। বিশেষ করে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যুবসমাজ ১৩ তারিখের পর একটি নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে আছে। তারা বুঝে গেছে জুলাই চেতনার আকাঙ্ক্ষা কারা বাস্তবায়ন করতে পারবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমীর বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। তিনি বলেন, “সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে আমরা পে কমিশনের কাছে উপযুক্ত সুপারিশ চাইবো, যাতে একজন মানুষ সরকারি চাকরি শেষে দ্বিতীয় কোনো আয়ের পথ খুঁজতে বাধ্য না হয় এবং টেবিলের নিচে হাত দিতে না হয়।”

তিনি আরও বলেন, সততার পথ যারা ছেড়ে দেবে, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে সংশোধন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।