গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘গোয়ালন্দ সাংবাদিক ফোরামে’ নব নির্বাচিত তিন সদস্যকে ফুলেল শুভেচছায় বরণ করে নেয়া হয়েছে।
নতুন তিন সদস্য হলেন গ্রীন টিভি ও দৈনিক বাংলাবাজার পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া, দৈনিক জনকন্ঠ পত্রিকা ও চ্যানেল এস টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম ও দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি নুরুল হক মিলন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯ টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের মাসিক সভায় তাদেরকে বরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এবং দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু।
উপস্হিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, সদস্য ও দৈনিক প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান , যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, যুগ্ম সদস্য সচিব ও দৈনিক আমার সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা প্রমুখ।
নব নির্বাচিত তিনজন সদস্য গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ। সেইসাথে তারা ফোরামের সকল নিয়ম নীতি মেনে চলা এবং সততা, ন্যায়-নিষ্ঠা ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

