নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর সড়ক সম্প্রসারণ ও বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজের কারণে আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) নরসিংদীর বড় অংশে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগের এজিএম (ইএন্ডসি) স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশনের আওতাধীন শিবপুর, বাগহাটা ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার এবং ইটাখোলা সুইচিং স্টেশনের আওতাধীন মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া শিলমান্দী উপকেন্দ্রের অধীনে শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ পাওয়া যাবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক শাটডাউন কার্যকর করা হচ্ছে। কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে। গ্রাহকদের অপ্রয়োজনীয় অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

