Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের মানুষ এবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলস মার্কায় ভোট দিতে প্রস্তুত — ইকবাল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, মনিরামপুরের মানুষ এবার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কলস মার্কায় ভোট দিতে প্রস্তুত।

শুক্রবার(৩০ জানুয়ারি )বিকাল থেকে রাত পর্যন্ত সংখ্যালঘু অধ্যুষিত কুলটিয়া ইউনিয়নে কলস প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন তিনি পোড়াডাঙ্গা, মহিষদিয়া, সুজাতপুর, বাজে কুলটিয়া, মশিয়াহাটি বাজার, কুলটিয়া, লখাইডাঙ্গা, গোবরডাঙ্গা, আম্রঝুটা ও পাড়িয়ালীসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পথসভা ও গণসংযোগ করেন।

পথসভায় শহীদ ইকবাল হোসেন বলেন, “হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলস মার্কায় ভোট দিতে প্রস্তুত রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি তারা কলস মার্কার বিজয় দেখতে চায়।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে ভবদহ সমস্যাসহ এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব। কলস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ পাব।”

গণসংযোগকালে তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে বহর নিয়ে ইউনিয়নজুড়ে কলস প্রতীকের পক্ষে মহড়া প্রদর্শন করেন। এ সময় কলস মার্কার স্লোগানে নারী-পুরুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা আব্দুল হাই, উপজেলা বিএনপির নেতা নাজমুল হক লিটন, ইউনিয়ন বিএনপির নেতা হামিদুল ইসলাম, মিজানুর রহমান ডবলু, অ্যাডভোকেট সামসুজ্জামান দিপু, জিএম খলিলুর রহমান, সাবেক ছাত্রনেতা নাজমুল হক টিটো, মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।