জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনী-৩ আসনে ১১ দলীয় জোটের শরীক জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী ডা. ফখরু উদ্দিন মানিক বলেছেন ফেনী-৩ আসনের সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাকে সন্ত্রাস কবলিত কলঙ্ক মুছে দিবো।
মানবিক ও কার্যকর বৈষম্যহীন সোনাগাজী-দাগনভূঞা গড়বো। এমপি নির্বাচিত হতে পারলে মুছাপুর রেগুলেটর নির্মাণ, নদী ভাঙন রোধ, ভূমী দস্যুদের জবরদখলকৃত নদী ও চরাঞ্চল উদ্ধার, অবৈধ বালি ব্যবসা বন্ধ, গ্যাসের সমস্যা সমাধান, অবকাঠামো উন্নয়ন, উচ্চ শিক্ষার বিস্তার, স্বাস্থ্য খাতের উন্নয়ন, দুটি পৌরসভাকে আধুনিকায়ন, নারীর ক্ষমতায়ন সহ ২২টি নির্বাচনি ইশতেহার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি।ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি তিন বছর জেল খেটেছি।
৭০টি মামলার আসামি হয়েছি। ২০১২ সাল থেকে ফেরারি ছিলাম। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আন্দোলন করেছি। একই স্বপ্ন নিয়ে এ দেশের হাজার হাজার তরুণ বুক চিতিয়ে গুলি বুকে নিয়েছেন। অনেকেই শহীদ হয়েছেন। শহীদদের আত্মাকে শান্তি দিতে হলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর দাঁড়ি পাল্লায় ভোট দিতে হবে। সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হলে দাঁড়ি পাল্লার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
নির্বাচনে হারলেও জনগণের সঙ্গে থাকবো। জিতলেও জনগণের সঙ্গে থাকবো। আমাকে কোন সমস্যা নিয়ে খুঁজতে উপরের তলায় উঠতে হবেনা। সিরিয়াল ধরতে হবেনা। সরকারি সাহায্য নিতে জনগণকে লাইনে দাঁড়াতে হবেনা। জনগণকে সম্মানের জায়গায় স্থান দেওয়া হবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে জামায়াতের নারী ও পুরুষরা প্রচরণা করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন। আইন শৃঙ্খলাবাহিনীকে জানিয়েও কোন সুফল পাচ্ছিনা। তারপরও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যথাসাধ্য সুসম্পর্ক রেখেই নির্বাচনি কার্যক্রম চালাচ্ছি।
শনিবার দুপুরে সোনাগাজী পৌর শহরের হারবি কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসম উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবদুর রহীম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. এনামুল হক মুসা, জেলা জামায়াতের সাংগঠিনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মানিক, জেলা কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ফখরু উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাও মো. মোস্তফা, সেক্রেটারি এসএম বদরুদ্দোজা, পৌর আমির মাও. কালিম উল্যাহ, সেক্রেটারি মো. মহসিন ভূঞা, এবি পার্টির আহবায়ক ওয়াছিউর রহমান খসরু, এনসিপির প্রধান উপজেলা সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি আবদুর রহমান প্রমূখ।

