Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে ইংলিশ সপ্তাহ উদযাপন

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন একাডেমিতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আনন্দঘন পরিবেশে ইংলিশ সপ্তাহ উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) স্কুল মাঠে সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করেন। সপ্তাহব্যাপী ইংরেজি সপ্তাহের বিভিন্ন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম।

স্কুলের সিনিয়র শিক্ষক আনোয়ার মাস্টারের সার্বিক পরিচালনায় এবং ইংরেজি শিক্ষক সমতল গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন ধর্মীয় সহকারী সিনিয়র শিক্ষক আবুল বাশার, সিনিয়র বিএসসি শিক্ষক মোঃ জামাল হোসেন, সিনিয়র শিক্ষক তরুন কান্তি, সিনিয়র ইংরেজি শিক্ষক মোঃ হেমায়েত হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ জাহিদুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক তাপস মজুমদার, সহকারী শিক্ষক কামরুল হোসেন, সহকারী শিক্ষক পলি বিশ্বাসসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ইংরেজি ভাষা চর্চা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।