Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর-৩: ভোটার স্লিপ সহজে সংগ্রহে বিএনপি প্রার্থীর ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোর প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ভোটারদের জন্য ভোটার তথ্য সহজে পাওয়ার নতুন উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটি।

আজ শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং ‘Smart Voter Info BD’ মোবাইল অ্যাপ। ভোটাররা নিজেদের জন্ম তারিখ এবং ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড নম্বর লিখে সহজেই ভোটকেন্দ্র এবং ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, “প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক। ভোটাররা এখন ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান নিশ্চিত করতে পারবেন।”

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।