আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ফরিদপুর–০১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বানা এম. এ. মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা। তিনি বলেন, “দেশ আজ একটি সংকটপূর্ণ সময় অতিক্রম করছে। ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া কল্যাণকামী বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণ সচেতন ও ঐক্যবদ্ধ হলে ন্যায়ভিত্তিক ও কল্যাণকামী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ। তিনি বলেন, “দেশের কৃষক ও সাধারণ মানুষের অধিকার দীর্ঘদিন ধরে অবহেলিত। এই অবস্থার পরিবর্তনে প্রয়োজন ন্যায়নীতি ও সততার রাজনীতি। জামায়াতে ইসলামী সেই আদর্শকে ধারণ করেই রাজনীতি করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে।”
বানা ইউনিয়ন শাখার আমীর মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর শেখ আবু হারিছ মোল্লা, উপজেলা আমীর মাওলানা মোঃ কামাল হুসাইন, উপজেলা সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি এস. এম. রিদওয়ানুন্নবী, আল হাসান মহিলা মাদ্রাসার সুপার মাওলানা এম. এ. কুদ্দুস এবং উপজেলা যুববিভাগের সভাপতি মোঃ মনিরুজ্জামান।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা সময়ের দাবি। তারা ফরিদপুর–০১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

