Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বৈধ দরপত্র দাতাদের অংশগ্রহণে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন

Bayzid Saad
অক্টোবর ২১, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের কালিয়ায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের উপজেলা দরপত্র মূল্যায়ন কমিটি লটারীর মাধ্যমে বৈধ দরপত্র দাতাদের অংশগ্রহনে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করেছেন।

২১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা হল রুমে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচনের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইস্রাফীল হোসেন জানান, উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে গৃহীত ও অনুমোদিত একটি গ্রুপে ১১ টি গৃহ নির্মান প্রকল্পে গত ৫ অক্টোবর তারিখে বিক্রয়কৃত ১১৪টি দরপত্র ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক দাখিল হয়। উপজেলা দরপত্র মূল্যায়ন কমিটির যাচাই-বাছাইয়ে ৫টি অবৈধ বলে বিবেচিত হওয়ায় ১০৯টি ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্য থেকে লটারীর মাধ্যমে নড়াইল সদরের মেসার্স অঞ্জলী এন্টারপ্রাইজের মালিকর বিজয় কুমার মজুমদারকে ঠিকাদার নির্বাচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, জনসাস্থ্য প্রকৌশলী মোঃ খালিদ ওসমানীসহ সকল দরপত্র দাতাগণ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, কাগজপত্র সঠিক না থাকায় ৫টি দরপত্র বাতিল করা হয়েছে। বাকি ১০৯ টি জনসম্মুখে সকলের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। এখানে কারচুপির কোন সুযোগ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।