শফিকুল ইসলাম সাফা চিতলমারীঃ
চিতলমারীর সদর ইউনিয়নের সিংগা বিলের খাল থেকে বেড়িবাঁধ, পাটাবাঁধ, ভেসাল, বুটা জালসহ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ কিলোমিটিার এলাকা খালে এ অভিযান চালিয়ে ৯০টি পাটা, ৬০টি ভেসাল, ১০টি বুটা জাল ও ৫ হাজার মিটার অবৈধ জাল উচ্ছেদ করা হয়। এতে ব্যাপক সাড়া দেন স্থানীয় জনতা। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম জিল্লুর রহমান রিগান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো: তানভির আহম্মেদ ও মেরিন ফিসারিজ অফিসার মো: আসরাফুল ইসলাম ও পুলিশ প্রশাসন।
স্থানীয়রা জানান, প্রতিবছর অবৈধ পাটাবাঁধ ও ভেড়ীবাধের কারণে ধান পাট ও ডুবে যায়।ক্ষতিগ্রস্থ হয় গরীব কৃষকেরা। এখন পাটাবাঁধ ও ভেড়িবাঁধ উচ্ছেদ করায় সিংগা বিলের খালের পানির প্রবাহ স্বাভাবিক হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম জিল্লুর রহমান রিগান নবধারা কে বলেন, দীর্ঘদিন ধরে উম্মুক্ত সরকারি সিংগা বিলের খাল জবরদখল করে প্রভাবশালীরা নেটপাটাবাধ ও ভেসাল দিয়ে মাছ শিকার করে আসছে। এখন থেকে নদী, খাল-বিলসহ অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলতে থাকবে।