জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
“মুজিব বর্ষে শপথ করি দুর্যোগ জীবন-সম্পদ রক্ষা করি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্ত্বরে এ সপ্তাহের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকান্ড, সড়ক দূর্ঘটনাসহ দূর্যোগে মানুষের সেবা করে যাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। সাহসী এই কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।