Nabadhara
ঢাকাসোমবার , ১৫ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কবিতাঃ ‌‌সেই দিনগুলির কথা মনে পড়ে – মোঃ নাজমুল ইসলাম

Bayzid Saad
নভেম্বর ১৫, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে লেখা কবিতা-

সেই দিনগুলির কথা মনে পড়ে

মোঃ নাজমুল ইসলাম

________________________

 

সেইদিন গুলির কথা মনে পড়ে

যখন তোমার জন্মদিনে কোন উৎসব ছিল না

মানুষের ভালবাসা ছিল

সে ভালবাসায় সিক্ত হতে হয়ত

এবং তুমি জানতে-

এই আম জনতা

কৃষক-শ্রমিক কিংবা মধুমতির জেলে নকুল বৈরাগী

সিরাজগঞ্জের তাঁতপল্লির জমিরুদ্দিনের বুকের মধ্যে গোলাপ ভালবাসায় তুমি ছিলে

আছ পাহাড়ি ঝরনার জলে

মায়াবী হরিণের চঞ্চল চোখে।

 

সেইদিন গুলির কথা মনে পড়ে

যখন পত্রিকার পাতায় তোমার নাম লেখা নিষিদ্ধ ছিল

তোমার ছবি ছাপান ছিল

রাষ্ট্রদ্রোহিতা

সেই নিঃস্তব্ধ নীরব বিরুদ্ধ সময়ে কতিপয় সাহসী তরুণ রাজধানির দেওয়ালে

দুরন্ত সাহসে লিখেছিল,

“এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে”

তার জন্য একজন ফাঁসির মঞ্চে যেতে যেতে যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে জেল খানায় ছিল তোমাকে ভালবাসার সচেতন অপরাধে।

৭৫ থেকে ৭৮ বাংলাদেশের সকল জেলখানা সাক্ষি দেবে

প্রতিরাতে ফাঁসির মঞ্চের করুণ আর্তনাদ

আর দেওয়ালে দেওয়ালে তার নির্মম প্রতিধ্বনি

চোখ বেঁধে জেল খানায় চালানো হতো হত্যার মহোৎসব

আর সারা দেশ পৃথিবী দেখল

তোমাকে ভালবাসার অপরাধে

জেলের অভ্যন্তরে জীবন দিতে হলো

আমাদের মুক্তিযুদ্ধের ধীমান কাণ্ডারী তাজউদ্দিনসহ চার প্রমিথিউসকে।

তোমাকে ভালবেসে তাদের রক্তে আর একবার পবিত্র হলো বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।