Nabadhara
ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুতপৃষ্ঠ হয়ে স্কুল ছাত্র নিহত, আহত মা

MEHADI HASAN
নভেম্বর ২০, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:

 মাছ ধরতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে রাজু শেখ (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় ছেলেকে বাচাঁতে গিয়ে মা মিলি বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে জেলা শহরের বেদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু শেখ একই এলাকার সাকায়েত শেখের ছেলে। সে বেদগ্রাম এলাকার হাজী নাদের আলী সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানাগেছে, রাজু শেখ বাড়ীর পাশের পুকুরের পানি মটর দিয়ে সেচে মাছ ধরতে নামেন। কিন্তু মটর থেকে পুকুরের পানি বিদ্যুায়িত হয়। সেখানে মাছ ধরতে নেমে সে গুরুতর আহত হয়। তার মা মিলি বেগম ছেলেকে বাচাঁতে গিয়ে তিনিও বিদ্যুায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরাত চিকিৎসক রাজু শেখকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত মিলি বেগমকে হাসপাতালে ভর্তি করে চিকিতসা দেয়া হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জীব কুমার ধর বলেন, হাসপাতালে আনার আগেই রাজুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত রাজুর মা মিলি বেগমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।