কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন পক্ষ থেকে ১হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসব ত্রানসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ২ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১কেজি লবণ, ১ কেজি চিনি, ১ টি সাবান, ২টি হুইল পাউডার প্যাকেট, ১টি টুথপেস্ট ও ১টি হরলিক্স।
আজ সোমবার কোটালীপাড়া উপজেলার শহীদ মিনার চত্ত্বর ও টুঙ্গিপাড়া উপজেলার হ্যালিপ্যাডে এ ত্রানসামগ্রী বিতরণ করা হয়।
১৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন পিএসসি, এমফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রানসামগ্রী বিতরণ করেন।
এ সময় মেজর মোঃ শায়েখ উজ জামান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া পৌরসভার প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।